দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ডেপুটেশন দিতে এসে বিডিও-র চেম্বারে ঢুকে রীতিমতো টেবিল চাপড়ে, চিৎকার চেঁচামেচি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ও তাঁর দলবলের বিরুদ্ধে। ঘটনায় বিডিওর অফিস ঘরের মধ্যেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেখা যায় চিৎকার চেঁচামেচিতে রীতিমতো জড়োসড়ো হয়ে বসে রয়েছেন বিডিও।
অভিযোগ, কয়েকদিন আগে খানাকুলের ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েত এলাকায় দেদার গাছ কাটার অভিযোগ উঠেছিল।আর তাতে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি অঞ্চলপ্রধানকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। সেখানে প্রধানের বিরুদ্ধে গাছ কেটে বিক্রির অভিযোগ ওঠে।
#REL