দ্য ওয়াল ব্যুরো: বিহারে চলতি বছরের শেষেই বিধানসভা ভোট (Bihar Election)। তার আগে ভোটার (Bihar Voter) চিহ্নিতকরণে আসছে নতুনত্ব (Tech-Driven Voter ID Cards)। নির্বাচন কমিশন (EC) জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা (Bihar Voter List) (Special Intensive Revision – SIR) প্রকাশের পর থেকেই রাজ্যের ভোটাররা হাতে পাবেন একেবারে নতুন প্রযুক্তিনির্ভর ভোটার পরিচয়পত্র (E-Epic Card)।
কী এই নতুন ভোটার কার্ড?