দ্য ওয়াল ব্যুরো: ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) নিয়ে ফের আইনি লড়াই তুঙ্গে। রাজ্য সরকারের (State Govt) পক্ষ থেকে আদালতে (Calcutta High Court) হলফনামা জমা দিয়ে স্পষ্ট জানানো হয়েছে, প্রকল্পে অগ্রগতি না হওয়ার জন্য দায়ী কেন্দ্র (Central Govt)।
সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের দাবি, কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করছে না। ফলে পুরোপুরি পরিকল্পনা কার্যকর করা সম্ভব হচ্ছে না। তবে কেন্দ্রের টাকা ছাড়াও নিজেদের উদ্যোগে কিছু কাজ চলছে বলে আদালতে জানিয়েছে রাজ্য।