শ্যামশ্রী দাশগুপ্ত
কেন্দ্র রাজ্য টানাপড়েনে ঘাটাল মাস্টার প্ল্যানের ভবিষ্যৎ বরাবরই টালমাটাল। শুধু নিয়ম করে প্রতি বছর শিলাবতী নদীর বন্যায় ভাসে ঘাটালের দাসপুর-সহ বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি-সংসার হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয় মানুষকে। গোটা বছরে একবার-দু'বার এমনই অভিজ্ঞতার মধ্য়ে দিয়ে যেতে হয় বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের। তাঁরা আশ্বাস শোনেন। ঘাটাল মাস্টার প্ল্যানে নদী খনন, বাঁধ নির্মাণ, খাল সংস্কার এবং অন্যান্য পরিকাঠামো তৈরি করে ঘাটালকে ঘন ঘন বন্যার কবল থেকে রক্ষা করা হবে। কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে তা লাগু হতে দেখেন না।