দ্য ওয়াল ব্যুরো: 'যদি ওরা আসে?' চারটি ছোট শব্দ। অথচ তৃণমূল কংগ্রেসের প্রচারে এই কয়েকটি শব্দই যেন ঢেউ তুলেছে বঙ্গ রাজনীতিতে। বুধবার তৃণমূলের অফিসিয়াল এক্স (Twitter) হ্যান্ডল থেকে প্রকাশিত এক পোস্টে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যে তীব্র বার্তা ছুঁড়ে দেওয়া হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই সরগরম বঙ্গ রাজনীতি।
পোস্টটিতে লেখা—
“They will come for your IDENTITY.
They will come for your PEACE.
They will come for your DIGNITY.
They will come for your HUMANITY.”