দ্য ওয়াল ব্যুরো: কসবা আইনি কলেজে (Kasba Case) ছাত্রী ধর্ষণের ঘটনায় ধৃতদের ছবি প্রকাশে (Pictures of Accused) আর কোনও বাধা রইল না। তবে ছবিতে অভিযুক্তদের পাশে থাকা নিরীহ ছাত্রছাত্রীদের চেহারা যেন না দেখানো হয়, তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট মাধ্যমগুলিকে। স্পষ্ট নির্দেশ কলকাতা হাই কোর্টের।
এদিন এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে আদালতের নির্দেশ— ‘অভিযুক্তদের ছবি দেখানো যাবে, তবে সাধারণ ছাত্রদের মুখ ব্লার না করলে পদক্ষেপ করা হবে।’
#REL