দ্য ওয়াল ব্যুরো: কসবার ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের (Manojit Mishra) নামে আগেই অন্তত ১২টি মামলা ছিল। মঙ্গলবার আলিপুর আদালতে এমনটাই জানালেন সরকারি আইনজীবী (Kasba Law College Rape Case)। তাহলে পুলিশ ব্যবস্থা নেয়নি কেন, এই প্রশ্ন তোলে আদালত। মঙ্গলবার ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হয়েছিল।
সরকারি আইনজীবী বলেন, মারপিট, ঝামেলা ও মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য একাধিক অভিযোগ ছিল মনোজিতের বিরুদ্ধে। সেই সব মামলায় যদি আগে থেকেই পুলিশ ব্যবস্থা নিত, তা হলে এত বড় অপরাধ হয়তো ঘটতই না।
#REL