দ্য ওয়াল ব্যুরো: কসবা আইন কলেজ গণধর্ষণকাণ্ডে (Kasba case) রাজ্য পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি (BJP delegation)। নির্যাতিতার এফআইআরের (FIR) বয়ান ‘ইচ্ছাকৃতভাবে বদলে দিয়েছে পুলিশ’—এমনই দাবি করে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদ তথা মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিং।
একই সঙ্গে তাঁর দাবি, কোনও বর্তমান বিচারপতির নজরদারিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করালে তবেই প্রকৃত সত্য সামনে আসবে।