দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া চার অভিযুক্তকে মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হবে। গত শুক্রবার ধৃত মনোজিৎ, জইব এবং প্রমিতকে আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়, যার মেয়াদ শেষ হয়েছে। অভিযুক্ত কলেজ রক্ষীকেও পরে গ্রেফতার করা হয়েছে। তাঁকেও আদালতে তোলা হবে।