দ্য ওয়াল ব্যুরো: "মেয়েটি যদি ওখানে না যেত তাহলে এরকম ঘটনা ঘটত না। গেছিল যখন অন্তত কয়েকজন বন্ধুকে বলে বা সঙ্গে করে নিয়ে যেতে পারত। তাহলে এমন হত না। অভিযুক্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে।" কসবাকাণ্ডে (Kasba Law College) তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) মন্তব্যে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।