দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে ভয়াবহ ঘটনার সাক্ষী রইল এক গ্রাম। মাত্র পাঁচ বছরের এক শিশু, বিকাশকে মায়ের চোখের সামনে নৃশংসভাবে খুন করল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। শুক্রবার এই ঘটনার জেরে রীতিমতো স্তব্ধ গোটা এলাকা।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত মহেশ (২৫) বাইকে চেপে গিয়ে পৌঁছয় কালু সিংহ নামে এক বাসিন্দার বাড়িতে। ওই পরিবার কখনও তাকে দেখেনি। আচমকাই ঘরে রাখা এক ধারাল কোদালের মতো অস্ত্র তুলে নেয় সে। মুহূর্তের মধ্যেই শিশুটিকে কোপাতে শুরু করে। গলা শরীর থেকে আলাদা করে যায়। তাতেও শেষ হয়নি। কোপের পর কোপ চলতে থাকে।
#REL