দ্য ওয়াল ব্যুরো: মাত্র চার বছরের ছোট্ট মেয়েকে খুন করল তারই বাবা! কারণ মেয়েটি নাকি চকোলেট কেনার জন্য টাকা চেয়েছিল। রবিবার মহারাষ্ট্রের লাতুর জেলার এই মর্মান্তিক ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাবাকে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম বালাজি রাঠোর, তিনি লাতুর জেলার উদগির তালুকার ভীমা টান্ডার বাসিন্দা। রবিবার দুপুরে, মেয়ে আরুশি বাবার কাছে চকোলেট কেনার জন্য টাকা চাইলে সে প্রচণ্ড রেগে গিয়ে একটি শাড়ি দিয়ে গলার ফাঁস দিয়ে মেয়েকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ।
#REL