দ্য ওয়াল ব্যুরো: নিজের ভবিষ্যৎ নিজেই বাঁচাল মালদহের (Malda Class Nine student) রতুয়া ২ নম্বর ব্লকের এক নাবালিকা। বাবা–মায়ের সঙ্গে অসম লড়াইয়ে জিতে দেখাল (Stop Minor Marriage), জেদ থাকলে পথ মিলবেই।
নবম শ্রেণির ওই ছাত্রী এখন এলাকার মেয়েদের চোখে ‘হিরো’। তার অদম্য লড়াইয়ের পাশে ছায়াসঙ্গীর মতো দাঁড়িয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা।