দ্য ওয়াল ব্যুরো: মারণ কাশির ওষুধ (Killer Cough Syrup) কাণ্ডে আরও বিস্ফোরক তথ্য সামনে এল। মধ্যপ্রদেশের (Madya Pradesh) ছিন্দওয়ারায় যে ‘কোলড্রিফ’ (Coldrif) কাফ সিরাপ খেয়ে অন্তত ২০ জন শিশুর মৃত্যু হয়েছে, সেই ওষুধ প্রস্তুতকারী সংস্থা স্রেসান ফার্মা (Sresan Pharma)-র কারখানায় মোট ৩৬৪টি নিয়মভঙ্গ ধরা পড়েছে। এর মধ্যে ৩৮টি গুরুতর অনিয়ম, জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
সূত্রের খবর, সংস্থাটি কোনও রকম ল্যাব টেস্ট ছাড়াই বাজারে কাফ সিরাপ (Coldrif syrup) সরবরাহ করছিল। ওষুধে অত্যন্ত বিষাক্ত রাসায়নিক পদার্থের পরিমাণ সীমা ছাড়িয়ে গিয়েছিল, যার ফলেই শিশুদের মৃত্যু হয়।