দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের ভোপালে এক মর্মান্তিক খুনের ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এক যুবক তার প্রাক্তন বন্ধুকে নৃশংসভাবে খুন করেছে, কারণ তার সন্দেহ ছিল নিহত যুবকটি তার মায়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত ছিল।
শনিবার সকালে শ্যাম নগর মাল্টি এলাকা থেকে একটি মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ আসার পর দেখতে পায়, নিহত যুবকটির নাম আশীষ (২৫), যার গলা ধারালো কোনও অস্ত্র দিয়ে কাটা এবং মাথা একটি পাথর দিয়ে থেঁতলানো অবস্থায় রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এই নৃশংস খুনটি স্থানীয় তিন যুবক রণজিৎ, নিখিল এবং বিনয় করেছে।
#REL