দ্য ওয়াল ব্যুরো: স্কুল থেকে ফিরে বাবাকে জিজ্ঞেস করেছিল ছেলেটা, “ফি কবে দেবে গো?” বাবা বুঝতে পারেননি প্রথমে, ছেলে হঠাৎ কেন এমন প্রশ্ন করল। পরে জানতে পারেন অপ্রত্যাশিত ঘটনার কথা।
মহারাষ্ট্রের (Maharashtra) ভিওয়ান্ডির সালাউদ্দিন আইয়ুবি মেমোরিয়াল উর্দু হাই স্কুল (School)। অভিযোগ, এই স্কুলেরই দশম শ্রেণির ছাত্র ফাহাদ ফয়েজ খানকে (Fahad Faiz Khan) প্রথম সেমেস্টারের পরীক্ষায় বসানো হয়েছিল ক্লাসের অন্য ছাত্রদের থেকে আলাদা করে। তাও আবার মেঝেতে, খবরের কাগজের উপর। কারণ, তার বাবা স্কুল ফি-র টাকা দিতে পারেননি (Class 10 Boy Made To Sit On Floor For Exam)।