দ্য ওয়াল ব্যুরো: দেশের একাধিক রাজ্যে কাশির ওষুধ (Cough Syrup) খেয়ে শিশু মৃত্যুর (Child Death) ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। মধ্যপ্রদেশ, তামিলনাড়ুতে 'বিষাক্ত' ওই কাফ সিরাপ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার একই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গেও (West Bengal) নেওয়া হল।
এই রাজ্যে নিষিদ্ধ করা হল ‘কোল্ডরিফ’ কাফ সিরাপের (Coldrif Cough Syrup Banned) বিক্রি। সম্প্রতি এক নির্দেশিকায় সমস্ত খুচরো ও পাইকারি ওষুধ বিক্রেতাকে অবিলম্বে এই সিরাপ বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে ‘বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন’ (BCDA)।