দ্য ওয়াল ব্যুরো: ছবি নিয়ে কাড়াকাড়ি, ব্লক বুকিং, সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ যে কোন পর্যায়ে পৌঁছতে পারে, তার প্রমাণ এই পুজোয় পেয়েছে আমজনতা। তবে সেই সব ঝামেলা এড়াতেই বড়দিনে কোন কোন ছবি মুক্তি পাবে তা নিয়ে 'স্ক্রিনিং কমিটি'র বৈঠক বসেছিল ইম্পার অফিসে। কী ঠিক হল সেখানে?
দ্য ওয়ালকে পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, এবার বড়দিনে বড়জোর তিনটি ছবি আসছে। হল নিয়ে যাতে মারামারি আর না হয় সেই কারণে ই এই সিদ্ধান্ত। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, পুজোয় আসছে দেব অভিনীত অভিজিৎ সেন পরিচালিত ছবি 'প্রজাপতি ২'। আসছে, সুরিন্দর ফিল্মসের 'মিতিন মাসি' যার মুখ্য চরিত্রে রয়েছেন কোয়েল মল্লিক।