দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দেড় দশকের বন্ধুত্ব, পর্দায় প্রিয় জুটি—এবার আবারও একসঙ্গে ছোটপর্দায় ফিরছেন বিক্রম চট্টোপাধ্যায় ও ঐন্দ্রিলা সেন। তাঁদের শেষ একসঙ্গে দেখা গিয়েছিল ‘ফাগুন বউ’ ধারাবাহিকে। এবার আর ধারাবাহিক নয়, নতুন একটি রিয়ালিটি শোয়ে সঞ্চালক হিসেবে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে।
জি বাংলার নতুন শো ‘দশ দিনে দশ লাখ’-এর সঞ্চালনা করবেন বিক্রম ও ঐন্দ্রিলা। নামেই বোঝা যাচ্ছে এটি একটি গেম শো। তবে সাধারণ গেম শো নয়, এটি একেবারে ‘কাপল গেম শো’। মজার মজার খেলা, রসায়ন, হাসি-মজায় ভরপুর এই শোয়ে মূল আকর্ষণ থাকবে প্রতিযোগী দম্পতির লড়াই এবং বিক্রম-ঐন্দ্রিলার উপস্থাপনা।
#REL