দ্য ওয়াল ব্যুরো: টলিউডের অন্দরে কত কী যে ঘটে! কিছু সামনে আসে। আবার কিছু থেকে যায় অন্তরালে। এই যেমন সাম্প্রতিক কালে টলিপাড়ার এক সুদর্শন শান্ত নায়ককে নিয়ে বিস্তর আলোচনা। তিনি নাকি প্রেমে পড়েছেন! ভাবতে পারেন, এ আর নতুন কী? প্রেম আচ্ছে হ্যায়!
কিন্তু টুইস্ট ছাড়া কি গসিপ জমে? নায়ক অবিবাহিত, ভীষণ পরিচিত মুখ। দেখলেই আমজনতা বলেন, 'আহা'! ওদিকে প্রেমিকাটি বেশ কয়েক বছর হল বিয়ে করেছেন। সন্তানও আছে। তাঁকে নিয়েও এযাবৎ কোনও গসিপই ছিল না! কিন্তু মন, বড় অবুঝ এই মন!
#REL