শুভদীপ বন্দ্যোপাধ্যায়
তাঁকে বলা হত কথাশিল্পী। তাঁর কলমের লেখা হত একেবারে সংলাপের মতো। তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (Sarat Chandra Chattopadhyay)। অতীতের পরিচালকরা বলতেন শরৎচন্দ্রের নিজের লেখাই একেবারে চিত্রনাট্যর মতো। যে কারণে তাঁর কাহিনি নিয়ে যুগে যুগে চলচ্চিত্র (Bengali Film) হয়েছে এতবার। প্রতিটি অভিনেত্রীর কাছেই শরৎচন্দ্রের চরিত্র হতে পারা স্বপ্ন। তাই যে কোনও অভিনেত্রী (Actress) কথাশিল্পীর উপন্যাসের চরিত্র করবার সুযোগ পেলে কখনও হাতছাড়া করেননি।