দ্য ওয়াল ব্যুরো: ব্রাহ্মণ যুবককে ‘অপমান’ করার অভিযোগে এক অনগ্রসর শ্রেণির যুবককে ‘প্রায়শ্চিত্ত’ করতে বাধ্য করা হল - এমনই বিস্ময়কর ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দামো জেলার সাতারিয়া গ্রামে। অভিযোগ, ব্রাহ্মণ যুবকের পা ধুয়ে সেই জল খেতে হয়েছে ওই যুবককে (Caste Discrimination)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, ওই গ্রামের ব্রাহ্মণ যুবক অন্নু পাণ্ডে মদ বিক্রি করতেন, যা গ্রামে নিষিদ্ধ। এই কারণে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ও ২১০০ টাকা জরিমানা দিতে বলা হয়। অন্নু সেই শাস্তি মেনেও নেন।
#REL