দ্য ওয়াল ব্যুরো: খুড়তুতো ভাইয়ের হাতেই খুন যুবক। রবিবার রাতে নিউটাউনের হাতিয়ারা পশ্চিমপাড়ায় সামান্য কথা কাটাকাটি থেকে পরিস্থিতি নৃশংস মোড় নেয় (Newtown Murder)। ইকোপার্ক থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সফিকুল নুর ইসলাম। এলাকায় তাঁকে সবাই বাবু নামেই ডাকতেন। গতকাল রাতে দাদা শেখ নাফিজ আহমেদ ওরফে বাচ্চুর বাড়ির সামনে চিৎকার করছিলেন তিনি। অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন। সেইসময় বাচ্চু ঘর থেকে বেরিয়ে ভাইকে ঝামেলা করতে বারণ করেন। তাতেই শুরু হয় বচসা।
#REL