দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারের সন্ধ্যা নিমেষে বদলে গেল মর্মান্তিক পরিণতিতে। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়ে বসলেন এক পুলিশ অফিসার (drunk Police officer accident)! মধ্যপ্রদেশের (Madhya Pradesh) নিমুচের এই ঘটনায় মারা গিয়েছেন এই শিক্ষক।
অভিযোগ, এক সহকারী সাব-ইনস্পেক্টর (ASI), নাম মনোজ যাদব, নিজের গাড়ি নিয়ে একের পর এক মোটরবাইকে ধাক্কা মারেন। সেই সময় তিনি মদ্যপ ছিলেন। ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত্যু হয়। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও দুই ছোট সন্তান, বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
#REL