দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী পালিয়েছে অন্য একজনের সঙ্গে। তাঁর কোনও খোঁজ নেই। ফেরেননি বহুদিন। তাঁর পরিবারের লোকজন এই কাজ করতে সাহায্য করেছেন বলে অভিযোগ ব্যক্তির। সেই আক্রোশের জেরে নিজের শ্যালিকাকে কুপিয়ে খুন করলেন তিনি।
দিল্লির ঘটনা। শুধু শ্যালিকাকে খুন নয়, তাঁর বড় জা ও মেয়েও এই ঘটনায় জখম হয়েছেন বলে খবর। মৃতের নাম নুসরত (৩৯)। পেশায় বাউন্সার ছিলেন। তাঁর মেয়ে সানিয়া (২০)-র আঙুল কেটে দেন ইস্তেখার আহমদ আলিয়া বাবু (৪৯)। ঘটনায় জখম নুসরতের বড় জা আকবরি (৪২)-ও। তাঁরা হাসপাতালে রয়েছেন বর্তমানে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী ওসমান।
#REL