দ্য ওয়াল ব্যুরো: দিল্লির হাওজ কাজি এলাকায় এক ৩৯ বছরের ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তিনি তাঁর ৬৫ বছরের মাকে দুই বার ধর্ষণ করেছেন। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা নিজে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছেলের দাবি, বহু বছর আগে তাঁর মায়ের পরকীয়া সম্পর্ক ছিল, আর সেই “অপরাধের শাস্তি” দিতেই তিনি এ কাজ করেছেন।
অভিযোগকারিণী জানান, তিনি তাঁর স্বামী (অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী), ছোট মেয়ে এবং ছেলের সঙ্গে হাওজ কাজি এলাকায় থাকেন। তাঁদের বড় মেয়ে একই মহল্লায় শ্বশুরবাড়িতে থাকেন।
#REL