দ্য ওয়াল ব্যুরো: ওয়ার্ল্ড মিউজিকের অন্যতম জনপ্রিয় তারকা এড শিরান ফের একবার প্রমাণ করলেন, গানের কোনও সীমানা নেই। তাঁর সদ্য প্রকাশিত একক গান ‘স্যাফায়ার’—একদিকে প্রেমের উদযাপন, অন্যদিকে সংস্কৃতির মিলন। ‘আজিজাম’ এবং ‘ওল্ড ফোন’-এর পরে এড শিরানের নতুন এই সামার ট্র্যাক ইতিমধ্যেই ভাইরাল, বিশেষত সঙ্গীতপ্রেমীদের কাছে। কারণ, এই গানে শোনা গিয়েছে অরিজিৎ সিংয়ের কণ্ঠ, ব্যবহৃত হয়েছে ভারতীয় পারকাশন, সেতার।