দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কিংবদন্তি অভিনেতা আসরানির প্রয়াণে (Bollywood actor Asrani passed away) শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে। শোক প্রকাশ করেছেন অক্ষয় কুমারও। একসময় একাধিক হিট কমেডি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দু’জনে (Akshay Kumar coactor Asrani)। সেই দীর্ঘ সহ-অভিনয়ের স্মৃতিচারণা করে অক্ষয় লিখেছেন, “আসরানিজি আর আমি ঠিক গত সপ্তাহেই ‘হাইওয়ান’-এর শুটিংয়ে একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। আজ তিনি নেই— বিশ্বাসই হচ্ছে না (Akshay Kumar remembering Asrani)।”
