দ্য ওয়াল ব্যুরো: ‘হেরা ফেরি ৩’ থেকে পরেশ রাওয়ালের হঠাৎ সরে দাঁড়ানোর খবরে বিস্মিত সুনীল শেট্টি। তবে সেই পরিস্থিতির মাঝেই সহকর্মীর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানালেন অভিনেতা। শুক্রবার ‘X’ হ্যান্ডেলে একটি পুরনো ছবি শেয়ার করে পরেশ রাওয়ালকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।
সুনীল শেট্টি লেখেন, “যাঁর মধ্যে মেধা ও অভিজ্ঞতা, দু'টোই বিদ্যমান, এবং যিনি আরও বেশি অসাধারণ একজন মানুষ— সেই মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। অনেক ভালবাসা ও শ্রদ্ধা রইল, পরেশজি। @SirPareshRawal”
#REL