দ্য ওয়াল ব্যুরো: আসন্ন ছবি 'জলি এলএলবি ৩'-এর নির্মাতারা নতুন বিতর্কে জড়ালেন। অভিনেতা অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং পরিচালক সুভাষ কাপুরকে পুনের একটি দেওয়ানি আদালত সমন পাঠিয়েছে বিচারব্যবস্থাকে অসম্মান করার অভিযোগে। আইনজীবী ওয়াজেদ রহিম খানের করা পিটিশনের ভিত্তিতেই এই পদক্ষেপ। আদালতের নির্দেশ অনুযায়ী, তিনজনকে ২৮ অক্টোবর সকাল ১১টায় ব্যক্তিগতভাবে হাজির হতে হবে।