দ্য ওয়াল ব্যুরো: নস্ট্যালজিয়ায় মোড়া তিনটি নাম—রাজু, ঘনশ্যাম, আর বাবুভাইয়া। পর্দায় একসঙ্গে এলে দর্শকের হাসি থামতেই চায় না। সেই আনন্দের পরশেই কেটেছে একাধিক প্রজন্মের ছোটবেলা, কৈশোর। তাই ‘হেরাফেরি ৩’-এর ঘোষণা ছিল যেন পুরনো বন্ধুদের সঙ্গে ফের একবার দেখা হওয়ার প্রতিশ্রুতি। কিন্তু এবার ঠিক তার মধ্যেই ছেদ টানলেন ‘বাবুভাইয়া’। অভিনেতা পরেশ রাওয়াল জানালেন, তিনি আর এই ফ্র্যাঞ্চাইজিতে থাকছেন না।