দ্য ওয়াল ব্যুরো: যেখানে অক্ষয় কুমার, সুনীল শেট্টি আর পরেশ রাওয়াল—সেখানে তো ‘হেরা ফেরি’ অনিবার্য! বহুদিন ধরে জল্পনা চলছিল, আদৌ কি হচ্ছে ‘হেরা ফেরি থ্রি’? হচ্ছেই, আর সবচেয়ে বড় কথা, বাবুরাও গানপতরাও আপটে—মানে পরেশ রাওয়াল ফিরছেন। নিজেই জানালেন সে কথা।
এক সময় শোনা গিয়েছিল, চিত্রনাট্য ও প্রযোজনার কয়েকটি বিষয়ে মতপার্থক্যের কারণে পরেশ রাওয়াল এই ছবিতে কাজ করতে রাজি নন। মন খারাপ হয়েছিল ‘হেরা ফেরি’ প্রেমীদের। তবে সম্প্রতি এক ইউটিউব পডকাস্টে এই বর্ষীয়ান অভিনেতা নিজেই জানালেন, সব ঝামেলা মিটে গিয়েছে। এখন আর কোনও ‘ফেরা ফেরি’ নেই—শুধুই ‘হেরা ফেরি’!
#REL