দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী ছবির সেটে ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারালেন এক অভিজ্ঞ স্টান্টম্যান। সেই শোকের আবহেই, বলিউড তারকা অক্ষয় কুমার এক বড়সড় পদক্ষেপ নিলেন ভারতীয় চলচ্চিত্র শিল্পে স্টান্ট পারফর্মারদের নিরাপত্তার জন্য। তাঁর উদ্যোগে দেশের প্রায় ৬৫০ জন স্টান্টম্যান ও স্টান্টউওম্যান এখন জীবনবিমার আওতায় আসছেন।
এই সিদ্ধান্তের পিছনে রয়েছে তামিল পরিচালক পা রঞ্জিত পরিচালিত ‘ভেট্টুভাম’ ছবির সেটে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। অভিনেতা আর্য অভিনীত ছবিটির শ্যুটিং চলাকালীন, একটি গাড়ি উল্টে যাওয়ার স্টান্ট করতে গিয়ে প্রাণ হারান কলিউডের অভিজ্ঞ স্টান্ট পারফর্মার এসএম রাজু।