প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা
শ্বশুর-শাশুড়িকে অচেতন করে এক বাড়ির দুই বউকে একসঙ্গে নিয়ে পালালো এক যুবক। এমন ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ল বাগদা ব্লকের মালিদা গ্রামে। বউ পালানোয় থানার দ্বারস্থ হয়েছেন দুই ভাই। অন্যদিকে স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে অভিযুক্ত যুবকের স্ত্রী।