দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারি থেকে মাস, গত ৫ মাসে নিখোঁজ ৫৩৬ জন! এদের মধ্যে ৫০০ জনই গৃহবধূ। না, অপহরণ নয়, প্রতিটি ক্ষেত্রেই নিখোঁজের ডায়েরি দায়ের হয়েছে। তদন্তে নেমে সিংহভাগ ক্ষেত্রেই পুলিশি তদন্তে উঠে এসেছে পরকীয়ার প্রসঙ্গ (Extramarital Affairs)!
গত মাস পাঁচে এমনই পরিসংখ্যান বারাসত (Barasat) পুলিশ জেলার। যা নিয়ে উদ্বিগ্ন পুলিশের কর্তারাও। পুলিশের এক কর্তা বলেন, যে হারে পরকীয়া বাড়ছে তাতে তো এখনই এই প্রবণতা বন্ধ না করা গেলে সামজিক সঙ্কট তৈরি হবে।
#REL