দ্য ওয়াল ব্যুরো: সমাজের বাঁধাধরা নিয়মকে চ্যালেঞ্জ করে ভালবাসার (Love Story) পথে হাঁটল দুই তরুণী—রিয়া সরদার ও রাখি নস্কর (Riya-Rakhi)। আর তাঁদের এই মুক্তচিন্তা ও সাহসিকতাকে সম্মান জানাতে এগিয়ে এল সুন্দরবনের শান্তি সংঘ ক্লাব এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সোমবার সকালে কুলতলির বকুলতলায় এক আবেগঘন অনুষ্ঠানে রিয়া ও রাখিকে সংবর্ধনা জানানো হল।
দলের তরফে জানানো হয়েছে, “স্বাধীন ভারতের স্বাধীন মানসিকতা, মানবিকতা, দৃঢ় চিন্তাভাবনা ও সাহসিকতার জন্যই এই সংবর্ধনা।” অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।