দ্য ওয়াল ব্যুরো: ব্যাট হাতে বরাবর স্ট্রেট ড্রাইভ খেলতে চেয়েছেন। কিন্তু প্রেমপ্রস্তাবে ‘ইনসাইড এজ’ বেছে নেন রোহিত শর্মা। ঝুঁকিপূর্ণ শট। ব্যাটের কোণ ঘেঁষে বল লেগে বাউন্ডারির বাইরে চলে যায়। ভাগ্যিস আউট হননি! উইকেটে টিকে থাকেন। প্রেমের আর্জি জানান, জবাব আসে: হ্যাঁ।
একটি ইন্টারভিউতে নিজের প্রেমজীবন নিয়ে এমনই মজার গল্প শুনিয়েছেন রোহিত।