দ্য ওয়াল ব্যুরো: ছোটপর্দার এক নাচের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চণ্ডালিকা’র আধুনিক উপস্থাপন নিয়ে বিতর্কের কেন্দ্রে ছিলেন অভিনেত্রী ও বিশিষ্ট নৃত্যশিল্পী মমতা শঙ্কর। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন আলোচনায় নাম জড়াল তাঁর। এক সাক্ষাৎকারে ঋতুস্রাব ও সচেতনতামূলক প্রচার নিয়ে মন্তব্য করে ফের বিতর্কের মুখে পড়লেন তিনি।
সাক্ষাৎকারে মমতা শঙ্কর বলেন, তিনি কখনও ছেলেদের সঙ্গে ঋতুস্রাব নিয়ে আলোচনা করতে পারেন না, এমনকি স্যানিটারি ন্যাপকিন এনে দেওয়ার অনুরোধও করেননি। তাঁর প্রশ্ন—‘‘স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে লাল রং দেখিয়ে বোঝানোর কি আদৌ দরকার আছে ঋতুস্রাবের স্বরূপ?’’