দ্য ওয়াল ব্যুরো: নিজের মত স্পষ্ট ভাষায় প্রকাশ করেন মমতা শঙ্কর। অনেকেই তাঁর মতের সঙ্গে একমত হতে পারেন না। কড়া ভাষায় চলতে থাকে সমালোচনা। শাড়ির আঁচল থেকে ল্যাম্পপোস্ট, ইচ্ছাকৃত #মিটু থেকে আলমারিতে অমৃত-- হালফিলে মমতা মানেই বিতর্কের সমার্থক।
যদিও পিসি মমতার সঙ্গে যে সহমত নন শ্রীনন্দা সে কথা আগেই জানিয়েছেন তিনি। আর মমতা? শ্রীনন্দার এই আপত্তিতে কী বক্তব্য তাঁর?
#REL
শ্রীনন্দা সামাজিক মাধ্যমে খুবই সক্রিয়। সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেন। যা আপাতদৃষ্টিতে বোল্ড। এই ছবির নিচেই একজন কমেন্ট করেন, "মম পিসি রেগে যাবে।"