শুভদীপ বন্দ্যোপাধ্যায়
'তোমার ভক্তিটাই হচ্ছে পদ্ম, মনের পবিত্রতাই হচ্ছে তুলসী, চোখের জল হচ্ছে গঙ্গাজল'...
সাইবাবার পায়ে নিজেকে সমর্পণ করে দিয়েছেন পদ্মশ্রী মমতা শঙ্কর। তিনি বলেন 'পদ্মশ্রী বাবার পুরস্কার। আমি বাবার কুরিয়ারের কাজ করেছি মাত্র। 'পদ্মশ্রী' আমি বাবার পায়ে রেখে দিয়েছি।' সাইবাবার নানা অলৌকিক আশীর্বাদের সাক্ষী মমতা শঙ্কর। দ্য ওয়াল সাক্ষাৎকারে গল্প বলতে বসে এমনই সব অলৌকিক সত্যি ঘটনার কথা বললেন অভিনেত্রী নৃত্যশিল্পী।