শুভদীপ বন্দ্যোপাধ্যায়
মমতা শঙ্কর অভিনয়, নৃত্য জীবনের পাশাপাশি আধ্যাত্মিক জীবনে ভীষণ ভাবে বিশ্বাসী। রূপোলি পর্দার নায়িকা হয়েও তিনি কখনও গ্ল্যামার জীবনে বিশ্বাস করেননি। আভিজাত্য তাঁর ব্যক্তিত্বে। মেকআপ নয়, মুখের নির্মল হাসিতেই তিনি অপাপবিদ্ধা। নায়িকা জীবন পার করে আধ্যাত্মিক জীবনের সন্ধান পেয়েছেন তিনি। আর মমতাকে এই আলোর সন্ধান দিয়েছিলেন সত্য সাই বাবা। বাবার চরণে নিজেকে সমর্পণ করেছেন মমতা।