দ্য ওয়াল ব্যুরো: ভালবাসা কি সত্যিই বয়স বোঝে? টেলিভিশন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় এবং পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের গল্প যেন সেই প্রশ্নের উত্তর। বয়সে ২১ বছরের ব্যবধান, তবু ১৫ বছরের সম্পর্ক পেরিয়ে এখনও দিব্যি এক ছাদের নীচে দু’জনে। শুধু তাই নয়, এক ব্যক্তিকে তিনি দু’বার বিয়ে করেছেন—সেই কথা প্রথমবারের মতো জানালেন সুদীপা নিজেই।
২০১৭ সালের ৯ জুলাই আইনি মতে বিয়ে করেন সুদীপা ও অগ্নিদেব। তবে তারও বহু আগে থেকে তাঁরা একসঙ্গে ছিলেন। সুদীপা জানিয়েছেন, “একটা বিশেষ স্পিরিচুয়াল কারণে অগ্নিদেবকে আমি দু’বার বিয়ে করেছি—একবার ৫ বছর আগে, আর একবার ৫ বছর পরে। দিনটা একই—৯ জুলাই।”