দ্য ওয়াল ব্যুরো: টেলিপাড়ার দুই মন বাঁধা পড়েছে আগেই, শনিবার বিয়ে সেরেছেন তাঁরা। সোমে বসল ঘরোয়া রিসেপশনের আসর। সবটাই ভীষণ চুপিচুপি। কারণ সমাজ এখনও দুই নারীর মন দেওয়া নেওয়া নিয়ে ততটা খোলামেলা নয়। দক্ষিণ কলকাতার ফ্ল্যাটেই একদম কাছের কিছু মানুষদের নিয়ে আনন্দে মেতেছেন নবদম্পতি।
নেতাজিনগরে আজ সেই রিসেপশন। বিয়ের দিন নিয়েও সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট ছিল না। আজও চুপিসারেই সবটা আয়োজন করেছেন দুই অভিনেত্রী।
#REL