দ্য ওয়াল ব্যুরো: মাস খানেক আগেই সামনে এসেছে সুদীপ মুখোপাধ্যায় ও সঞ্চারী (পৃথা) চক্রবর্তীর বিচ্ছেদের খবর। নানা টানাপড়েনের পর দু'জনেই এই খবরে শিলমোহর দিয়েছেন। বিচ্ছেদের অভিঘাত কাটতে না কাটতেই নতুন প্রেমের খোঁজে সঞ্চারী? আর সেই কারণেই কি নাম লেখালেন ডেটিং অ্যাপে?
খোঁজ নিতেই উঠে এল চমকে দেওয়া তথ্য। জানা গেল, সঞ্চারী নয়, আদপে তাঁর নাম ভাঁড়িয়েই ডেটিং অ্যাপে খোলা হয়েছে অ্যাকাউন্ট। শুধু কি তাই, ছবি ব্যবহার করে বানানো হয়েছে প্রোফাইল।