দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেয়েছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহান অভিনীত ছবি ‘আড়ি’। দর্শকমহলে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। এরই মধ্যে হঠাৎ করে এক অদ্ভুত পরিবর্তন চোখে পড়ল দুই তারকার ব্যক্তিগত জীবনে—ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করে দিলেন তাঁরা।
এই মুহূর্তে নুসরত ও যশ কেউই আর একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করছেন না। যদিও তাঁদের প্রোফাইলে এখনও পুরনো যুগল ছবি, একে অপরকে ট্যাগ করা পোস্টগুলি অক্ষত রয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন—আনফলো করার কারণ কী? তাহলে কি সম্পর্কের রসায়নে চিড় ধরেছে? নাকি সবটাই ছবির প্রচার?