দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে চার বছর বয়স পার হয়ে গিয়েছে নুসরত জাহান ও যশ দাশগুপ্তের একমাত্র ছেলে ঈশানের। বিনোদনের রোশনাই থেকে তাঁকে খানিক দূরেই রাখেন নুসরত ও যশ।
কিন্তু সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে ঈশানকে নিয়ে যশ যা বললেন, তা শুনে হাসি কিছুতেই চেপে রাখা যাবে না। ঈশান তাঁর ছেলে নয়, তাঁর মেয়ে! কেন এমনটা বললেন যশ?
ঈশানের মুখ হুবহু মেলে বাবা যশের মতো। মায়ের সঙ্গে তার সেরকম মিল নেই বললেই চলে। যশের কথায়, "ও নুসরতের ছেলে, কিন্তু আমার ছেলে নয়! আমার জন্য ও মেয়ে। ও আমার কাছে এলেই প্রিন্সেস হয়ে যায়। ও হল পাপা কি পরি"।