দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী কাজল বিয়ে এবং সম্পর্ক নিয়ে একটি বিতর্কিত ও সাহসী মন্তব্য করেছেন, যা এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। অভিনেতা ভিকি কৌশল এবং কৃতি স্যাননকে সঙ্গে নিয়ে সম্প্রতি টুইঙ্কল খান্নার টক শো 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল'-এ এসে তিনি এই মন্তব্য করেন।
শোয়ের একটি মজার সেগমেন্টে টুইঙ্কল খান্না প্রশ্ন করেন, "বিয়েতে কি এক্সপায়ারি ডেট এবং রিনিউয়াল অপশন থাকা উচিত?" এই প্রশ্নে ভিকি কৌশল, কৃতি স্যানন এবং টুইঙ্কল খান্না দ্বিমত পোষণ করলেও, কাজল সঙ্গে সঙ্গে 'হ্যাঁ' জানিয়ে গ্রিন জোনে চলে যান।
#REL