দ্য ওয়াল ব্যুুরো: মুক্তির আগেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে ছিল মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই রোমান্টিক ড্রামা ছবিটি প্রেক্ষাগৃহে আসে ১৮ জুলাই। প্রথমবার বড় পর্দায় মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে আহান পান্ডে ও অনীত পাড্ডাকে। মুক্তির পর দর্শকমহলে ছবিটি ভালই গ্রহণযোগ্যতা পেয়েছে—তারই প্রমাণ টিকিট বিক্রির পরিসংখ্যান।
চতুর্থ দিনের প্রাথমিক বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ‘সাইয়ারা’ সোমবার দেশে আয় করেছে আনুমানিক ১৬.৩৫ কোটি টাকা। যদিও এটি এখনও চূড়ান্ত পরিসংখ্যান নয়, তবে ইঙ্গিত পরিষ্কার।
#REL