দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের ভারতীয় সিনেমার ইতিহাসে যেন এক নতুন অধ্যায় লিখে ফেলল ‘কান্তারা চ্যাপ্টার ১’। সংখ্যার ম্যাজিক নয়, এটি যেন আবেগেরও গাঁথা। ঋষভ শেট্টির নির্মিত এই পিরিয়ড অ্যাকশন ড্রামা ছবিটি পেরোল ৮০০ কোটির গণ্ডি— আর সেই সঙ্গেই ভেঙে দিয়েছে ভিকি কৌশলের ‘ছাভা’-র সাফল্যের রেকর্ড। এখন আর ২০২৫ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির মুকুট ‘ছাভা’-র মাথায় নয়— তা এসে পড়েছে ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর ঝুলিতে।
#REL