দ্য ওয়াল ব্যুরো: রণবীর সিং আবারও সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে। কিন্তু সুখবর নয়—বরং তাঁর সাম্প্রতিক আচরণকে ঘিরে উঠেছে তীব্র সমালোচনার ঝড়।
গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI)-এর মঞ্চে ঋষভ শেট্টির ব্লকবাস্টার ‘কান্তারা’ থেকে একটি নির্দিষ্ট মুহূর্ত পুনরাভিনয় করেন রণবীর। এবং সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্কের আগুন ছড়িয়ে পড়ে। রণবীর মঞ্চে ‘গুলিগা দাইবা’ আর তাঁর বোন ‘চাউন্ডি’র দৃশ্যটি উপস্থাপন করতে গিয়ে চোখ সরু করা, জিভ বার করা, আর উচ্চস্বরে চিৎকারের ভঙ্গি করেন। ঋশভ শেট্টি হাসিমুখে দেখলেও দর্শক-নেটিজেনদের বড় অংশ তা মোটেও ভালোভাবে নেননি।