দ্য ওয়াল ব্যুরো: বহু বছর ধরেই অভিনেতা আর মাধবন সিনেমা প্রেমীদের 'হার্টথ্রব'। তবে তাঁর সমসাময়িক অনেক অভিনেতার মতো তাঁকে সিক্স-প্যাক লুকে খুব বেশি দেখা যায়নি। সম্প্রতি তাঁর একটি পুরনো মন্তব্য আবার শিরোনামে এসেছে, যেখানে তিনি সিক্স-প্যাক নিয়ে তাঁর নিজস্ব মতামত জানিয়েছিলেন।
প্রায় ১০ বছর আগে 'রেডিয়েন্ট ওয়েলনেস'-এর সঙ্গে কথা বলার সময় মাধবনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে 'ওম শান্তি ওম' ছবিতে শাহরুখ খানের মতো তাঁর সিক্স-প্যাক নেই কেন। উল্লেখ্য, 'ওম শান্তি ওম'-এর একটি বাদ দেওয়া দৃশ্যে মাধবন নিজেকে "দক্ষিণের শাহরুখ খান" বলে উল্লেখ করেছিলেন।
#REL