দ্য ওয়াল ব্যুরো: সলমন খান আর বিয়ে—এই দুটো শব্দ যেন ভক্তদের মনে বারবার একই প্রশ্ন তুলে আনে, ভাইজান কবে সাতপাকে বাঁধা পড়বেন? আদৌ পড়বেন তো? বয়স প্রায় ছুঁয়েছে ৬০, বলিউডের সহকর্মীরা যেখানে সন্তানদের স্কুলে ভর্তি করাতে ব্যস্ত, সলমন সেখানে দিব্যি একা, এবং সেই একাকিত্বেই তিনি বেজায় খুশি।
সম্প্রতি Netflix-এর জনপ্রিয় শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে হাজির হয়ে সলমন খান তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একগুচ্ছ খোলামেলা কথা বললেন। মজার ছলে অনেক কিছু বললেও তাঁর কথার আড়ালে ছিল বাস্তব জীবনের কড়া সত্যি—বিয়ের পরবর্তীতে যা ঘটে, তা দেখেই তিনি বিয়ে থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে চান।